Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১৯:০৩

নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রঘোষিত মুখে কালো কাপড় সমাবেশ ও মিছিল কর্মসূচিতে নারায়ণগঞ্জের মহানগর যুবদলের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে সাংবাদিকসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে শহরের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

জানা যায়, কর্মসূচি চলাকালে নবগঠিত মহানগর যুবদলের কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদের সমর্থকরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে অবস্থান নেন। এসময় হঠাৎ করে যুবদল নেতা (পদবঞ্চিত) মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে তার সমর্থকরা মিছিল নিয়ে এসে লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে ধাওয়া দিলে একপর্যায়ে দু’গ্রুপের সংঘর্ষ বেঁধে যায়।

এতে সাংবাসিকসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। সমাবেশের মাইক ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

সারাবাংলা/এমও

দুগ্রুপের সংঘর্ষ নারায়ণগঞ্জ যুবদল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর