Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার নেতৃত্বে ফের আমরা সরকার গঠন করব’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ২৩:২০

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের অসীম সাহসী নেত্রী শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। বিএনপি যতই সিঙ্গাপুর ষড়যন্ত্র আর অস্ত্র মজুদ করুক না কেন, সব চুরমার করে দিয়ে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফের জয় লাভ করব এবং সরকার গঠন করব।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার প্রসঙ্গ তুলে নানক বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সাংবিধানিক সরকারকে উৎখাত করেছে। রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে। আমাদের ধর্মনিরপেক্ষতাকে চিরদিনের জন্য কবর দিয়ে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে।’

তাই ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের শত্রু-মিত্র চিহ্নিত করতে হবে। খুনি জিয়াউর রহমানের দোসর স্ত্রী ও তার সন্তান তারেক রহমান। তারা এই আগস্ট মাসে গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। ওই হামলায় বহু হতাহত হয়েছে। এখন মির্জা ফখরুল সাহেব আর লাদেন রহমান লন্ডনে সুরম্য প্রাসাদে বসে ২১ আগস্টের গ্রেনেড হামলার সাফাই গায়। কথায় আছে না, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না।’

সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না। ওরা পঁচাত্তরের খুনির দল, ওরা ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীর দল। ওরা ২০০১ সালে ক্ষমতায় এসে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে। আমাদের নেতাকর্মীদের হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপড়ে ফেলেছে। আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। পুকুরের মাছ ধরে নিয়ে গেছে। গাছের বাগান উজাড় করে দিয়েছে।’

বিজ্ঞাপন

নানক আরও বলেন, ‘এক সপ্তাহ আগেও লালবাগ থেকে ছাত্রদলের সন্ত্রাসীরা অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল হাফেজ চৌধুরী হাতিরপুল থেকে অত্যাধুনিক অস্ত্র ও বোমাসহ গ্রেফতার হয়েছে। অর্থাৎ ওরা অস্ত্র মজুদ করছে। একদিকে অস্ত্র মজুদ করছে, আরেকদিকে চিকিৎসার নামে সিঙ্গাপুর গিয়ে ষড়যন্ত্র করছে।’ শেখ হাসিনার নেতৃত্বে সিঙ্গাপুর ষড়যন্ত্রসহ সব ষড়যন্ত্র চুরমার করে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাগর আহমেদ শামীম। সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ বজলুর রহমান ও এস এম মান্নান কচি, মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

জাহাঙ্গীর কবির নানক শেখ হাসিনা সরকার গঠন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর