Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগদ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যাহার করলো বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ২১:২৯

ঢাকা : মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে দেওয়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স (সনদ) প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুসারে প্রতিষ্ঠানটির সনদ দেওয়ার দিন তথা ১৪ মে থেকে অকার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, গত ১০ জুলাই নগদের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খানের স্বাক্ষরে এক চিঠিতে প্রতিষ্ঠানটির ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) লাইসেন্স বাতিল চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় গৃহীত হয়।

জানা যায়, নগদের এমএফএস সেবা এই প্রতিষ্ঠানের আওতায় পরিচালনার উদ্দেশ্যেই লাইসেন্সটি নেওয়া হয়েছিল। তবে আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণের কারণ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নিতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।

সারাবাংলা/জিএস/একে

নগদ ফাইন্যান্স বাংলাদেশ ব্যাংক লাইসেন্স

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর