Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিকের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা হেলালী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৩ ১২:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ৩৯টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার পাঁচলাইশ থানার বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শামসুজ্জামান হেলালী নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন সারাবাংলাকে জানান, গ্রেফতার হেলালীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রায় ৩৯টি নাশকতার মামলা রয়েছে। গত ২৮ জুলাই ডবলমুরিং এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনার তিনি অন্যতম পরিকল্পনাকারী।

তিনি জামায়াতের সক্রিয় নেতা এবং তার নেতৃত্বেই জামায়াতের সব মিছিল-মিটিং পরিচালিত হয়। অনেকদিন ধরেই তিনি ডিবির নজরদারিতে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আইসি/এমও

জামায়াত নেতা সাবেক কাউন্সিলর হেলালী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর