ইরাকে গাড়ি বোমা হামলায় ৩ জনের ফাঁসি কার্যকর
২৯ আগস্ট ২০২৩ ১২:০৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ ১৫:০১
ইরাকের রাজধানী বাগদাদে সাত বছর আগের এক গাড়ি বোমা হামলার দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৬ সালে বাগদাদে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছিল। হামলায় ৩০০ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন।
সোমবার (২৮ আগস্ট) ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি। রবি বা সোমবার কোনও এক সময় তাদের শাস্তি দেওয়া হয়েছে।
তিনজনকে উপযুক্ত শাস্তি দেওয়ার বিষয়টি ভুক্তভোগী পরিবারগুলোকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।
ভয়াবহ ওই গাড়ি বোমা হামলার দায় স্বীকার করে সে সময় বিবৃতি দিয়েছিল জঙ্গিগোষ্ঠী আইএস।
২০১৬ সালের ৩ জুলাইয়ে রমজান মাসে বাগদাদের মানুষ ঈদের প্রস্তুতি নিচ্ছিল। কেনাকাটায় ব্যস্ত থাকার মধ্যে বাগদাদের কাররাদা শপিং এলাকায় হঠাৎ ওই শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর বাগদাদের ওই বোমা হামলার ঘটনা ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলাগুলোর একটি। ইরাকের ইতিহাসেও এটিই সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় ঘটনা।
সারাবাংলা/ইআ