Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসনে জামানত বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৩ ১৮:৩০

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে সংরক্ষিত নারী আসন শূন্য হওয়ার ৪৫ দিনের পরিবর্তে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সংশোধনী খসড়া আইনটিতে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, খসড়া আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংরক্ষিত নারী আসনে ছিল ১০ হাজার টাকা, সেটাকে ২০ হাজার করা হয়েছে। আর আসন সংখ্যা ৪৫টি থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এনইউ

জামানত টপ নিউজ সংরক্ষিত নারী আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর