Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথ্যা মামলার সাজা ৩০ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৩ ২০:২৮

ফাইল ছবি

ঢাকা: চেক ডিজঅনারের মিথ্যা মামলা করায় জাহাঙ্গীর আলম ইউনুছ নামে এক ব্যক্তিকে ৩০ লাখ টাকা জরিমানা জরিমানা করেছেন হাইকোর্ট।

দু’টি চেক ডিজঅনারের মামলায় পৃথক আপিল ও রিভিশন শুনানি শেষে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে ইউনুছের পক্ষে শুনানি করেন এ কে এম ফকরুল ইসলাম। অপরদিকে, আসামি এ কে এম গোলাম ফারুকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লুৎফর রহমান। তাকে সহযোগিতা করেন আইনজীবী শামীমা সুলতানা ও শারমীন আক্তার।

পরে আইনজীবী মো. লুৎফর রহমান বলেন, ‘চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী এ কে এম গোলাম ফারুকের কর্মচারী মো. জাহাঙ্গীর আলম ইউনুছ দুটি চেক চুরি করে ২০১১ সালে চাকরি ছেড়ে দেন। পরবর্তী সময়ে মো. জাহাঙ্গীর আলম ইউনুছ সাবেক মালিক কে এম গোলাম ফারুকের বিরুদ্ধে ২০১১ সালের ১৬ নভেম্বর ১০ লাখ ৮ হাজার টাকার চেক ডিজঅনারের প্রথম মামলাটি করেন। ওই মামলা চলাকালে ২০১৩ সালে ২০ লাখ টাকার চেক ডিজঅনারের আরেকটি মামলা করেন। ওই মামলা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের যথাক্রমে যুগ্ম দায়রা জজ ২য় এবং ৭ম আদালতে বিচার হয়। ২০১১ সালে দায়েরকৃত ১ম মামলাটিতে আসামি এ কে এম গোলাম ফারুকের সাজা হয় এবং ২০১৩ সালে দায়ের করা ২য় মামলাটিতে আসামি খালাস পান।’

খালাস আদেশের বিরুদ্ধে ২০১৮ সালে বাদী জাহাঙ্গীর আলম ইউনুছ হাইকোর্টে ফৌজদারি আপিল দায়ের করেন। অন্যদিকে, সাজার আদেশের বিরুদ্ধে আসামি এ কে এম গোলাম ফারুক প্রথমে চট্টগ্রামে আপিল করেন এবং পরবর্তী সময়ে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আপিল দায়ের করেন।

বিজ্ঞাপন

দুই মামলা একইসঙ্গে শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট উভয় মামলায় আসামি এ কে এম গোলাম ফারুককে খালাস দেন। সেইসঙ্গে মিথ্যা মামলা দায়ের করে সাবেক মালিককে হয়রানির দায়ে বাদী মো. জাহাঙ্গীর আলম ইউনুছকে ৩০ লাখ টাকা জরিমানা করেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

৩০ লাখ টাকা জরিমানা টপ নিউজ মিথ্যা মামলা সাজা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর