যশোরে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত
২৪ আগস্ট ২০২৩ ১২:২৬
যশোর: যশোর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণধোলাইয়ে মাসুদ রানা (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আট থেকে নয়জন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোররাত সাড়ে তিনটার দিকে বসুন্দিয়া গাইদগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা সদর উপজেলার কেফায়েত নগর গ্রামের সোহরাব হোসেন মোল্লার ছেলে।
আহতদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় জানা গেছে, তারা হলেন- বসুন্দিয়া গাইদগাছি গ্রামের জুলফিকার আলী খাঁ (৩৫), সুবল কাটিগ্রামের ইসরাফিল হোসেন (১৯), সজীব (১৯), সুমন হোসেন (২০), মইনউদ্দিন (২০)।
স্থানীয় লোকজন জানান, হতাহতরা স্থানীয় জুলফিকারের বাড়িতে মাদক সেবন করছিলো। এসময় মাদকের ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে কথাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে তারা ডাকাত বলে চিৎকার দিতে থাকে। তাদের চেচামেচি শুনে স্থানীয় বাবু (৩৫), মুরাদ (৩০), রাজু (৩০) ও শিমুল মসজিদে মাইকিং করেন। পরে এলাকাবাসী একত্রিত হয়ে তাদেরকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়। এসময় কয়কজন পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাসহ ছয় জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বনগ্রাম কাটাখালী মোড়ে মারা যান মাসুদ। আহতরা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মো.তাজুল ইসলাম জানান, নিহত মাসুদের বিরুদ্ধে ১৫টি মাদক মামলাসহ আরও মামলা রয়েছে।
সারাবাংলা/এনইউ