Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

সারাবাংলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৩ ১৯:১৪

ঢাকা: কেএসআরএম আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শেষ হয়েছে। ১৫ আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া টুর্নামেন্ট উদ্বোধন করেছিলেন কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন।

টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে মঙ্গলবার (২২ আগস্ট) ফাইনালের মুখোমুখি হয় মার্কেটিং ভাইকিংস বনাম এমসিডি ওয়ারিওরস্। টুর্নামেন্টে মার্কেটিং ভাইকিংস এমসিডি ওয়ারিওরসকে ১-০ গোলে পরাজিত করে। সমাপনী আয়োজনে বিজয়ী দল মার্কেটিং ভাইকিংসকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কেএসআরএমের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) সুজন কুমার দাশ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (আইটি) হাসান মুরাদ, পিএস টু ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপক (ব্রান্ড), মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা (ব্রান্ড) মিজান উল হক, মিঠুন বড়ুয়া, আশরাফুল ইসলাম ও জ্যেষ্ঠ কর্মকর্তা (সেলস্ অডিট) বাবু কান্তি দাশ প্রমুখ। টুর্নামেন্টে ফাইনাল খেলা পরিচালনা করেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক (এমআইএস) আবদুল্লাহ আল মামুন।

সমাপনী আয়োজনে মহাব্যবস্থাপক নজরুল আলম বলেন, ‘এ ধরনের আয়োজন কেএসআরএম-এ কর্মরত সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করবে। পরস্পরের মধ্যে সুসম্পর্ক রক্ষায় ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন থাকা জরুরি। এতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ হয়। এমন কোনো টুর্নামেন্টের আয়োজন হলে কেএসআরএম সানন্দে অংশ নেবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর