Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯,৮৪১ [তালিকাসহ]

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৩ ১৭:৩৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১২

ঢাকা: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ প্রার্থী। আগামী সেপ্টেম্বর মাসেই এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে।

রোববার (২০ আগস্ট) বিকেলে চেয়ারম্যান সোহরাব হোসাইনের সভাপতিত্বে পিএসসির পূর্ণ কমিশনের বিশেষ সভা শেষে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) এ ফলাফল দেয়া হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুনের সই করা ফলপ্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম দিকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪৩তম বিসিএসে উত্তীর্ণদের তালিকা দেখুন এখানে—

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের আবেদন শুরু হয়। চার লাখ ৩৫ হাজার ১৯০ প্রার্থী এতে আবেদন করেন। পরে ২০২১ সালের ২৯ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ কর্মকর্তার শূন্য পদের বিপরীতে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিট ক্যাডারে ৩৫, তথ্য ক্যাডারে ২২, ট্যাক্স ক্যাডারে ১৯, কাস্টমস ও এক্সাইজ ক্যাডারে ১৪ ও সমবায় ক্যডারে ১৯টি শূন্য পদের উল্লেখ ছিল বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/টিআর

৪৩তম বিসিএস বিসিএস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর