Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুঙ্গির ভেতর গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৩ ১৫:৫৪

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়পাড়া এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের এসআই কাবিরুলের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার শাহাবুল ইসলাম ও আশিকুল নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা লুঙ্গির ভেতর বিশেষ কৌশলে গাঁজা বহন করছিল।

ওই দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সারাবাংলা/একে

গাঁজা টপ নিউজ লুঙ্গি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর