Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারককে ঘুষ ‘সেধে’ ক্লোজড পুলিশ কনস্টেবল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৩ ২০:২৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ ০২:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিচারককে ঘুষ সাধার অভিযোগ ওঠার পর এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাকে পুলিশ লাইনে ক্লোজ করে রাখা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানকে ওই পুলিশ কনস্টেবল ঘুষ সাধেন বলে জানান নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এস এম হুমায়ুন কবীর।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. দুলাল মিয়া চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

সূত্র জানায়, আদালতে দায়ের হওয়া পারিবারিক সহিংসতার একটি মামলার নথি নিয়ে বুধবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের কক্ষে দেখা করতে যান ‍পুলিশ কনস্টেবল দুলাল মিয়া। এ সময় তিনি নথির সঙ্গে টাকার বান্ডিল দিয়ে আসামির জামিনের জন্য তদবির করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক তাকে কক্ষে আটকে রেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন।

জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এস এম হুমায়ুন কবীর সারাবাংলাকে বলেন, ‘অভিযোগ পাবার পর ওই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দিয়েছি। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

কনস্টেবল ক্লোজ ঘুষ টপ নিউজ পুলিশ বিচারক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর