ঝরনায় গোসল করতে নেমে ট্যুরিস্ট গাইডের মৃত্যু
১৩ আগস্ট ২০২৩ ১৭:৪০ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ ১৯:৩৫
বান্দরবান: জেলার আলীকদমে ঝরনার পানিতে পড়ে এক ট্যুরিস্ট গাইডের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কুরুক পাতা ইউনিয়নের দৌছড়ি ক্যানশন পাড়ায় সাইম্প্রা ঝরনায় এ ঘটনা ঘটে।
নিহত ট্যুরিস্ট গাইডের নাম রাফি। সে কক্সবাজার জেলার চকরিয়ার পেকুয়ার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট ট্যুরিস্ট গাইড রাফি ২০ জনের একটি পর্যটক দল নিয়ে আলীকদমের কুরুক পাতা ইউনিয়নে ঘুরতে যায়। আশপাশের দর্শনীয় স্থান ঘুরে শনিবার (১২ আগস্ট) বিকেলে স্থানীয় দৌছড়ি ক্যানশন পাড়ায় সাইম্প্রা ঝরনাতে যায় তারা। এ সময় গাইড রাফি ঝরনার পানিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পাথরের সঙ্গে তার মাথার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাফি মারা যায়। পরে সঙ্গে থাকা পর্যটকরা স্থানীয় প্রশাসনকে খবর দিলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আলীকদমে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, ‘রাফি নামে এক ট্যুরিস্ট গাইড ২০ জনের একটি পর্যটক দল নিয়ে আলীকদমের কুরুক পাতায় বেড়াতে যায়। পরে শনিবার বিকেলে স্থানীয় একটি ঝরনায় গোসল করতে গেলে পাথরের সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়।’
সারাবাংলা/পিটিএম