Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১৫:৫৪

কুষ্টিয়া: ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় নিহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বেলা ১১টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধনে ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, নিহত সঞ্জয়ের স্ত্রী বীথি রানী দে, বাবা দুলাল প্রামাণিক, ভাই সম্পদ প্রামাণিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় বক্তারা অবিলম্বে সঞ্জয় কুমার প্রামাণিক হত্যার সাথে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মন্দিরের কমিটি নিয়ে বেশকিছুদিন ধরে সঞ্জয় কুমার প্রামাণিক ও যুবজোট নেতা মুস্তাফিজুর রহমান শোভনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ আগস্ট বুধবার রাত ১১টার দিকে ভেড়ামারা শহরে গোডাউন মোড় এলাকায় সন্ত্রাসীদের হামলায় সঞ্জয় কুমার প্রামাণিক গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ার এক সপ্তাহ পর ৯ আগস্ট ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সঞ্জয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বীথি রানী দে জাসদ যুবজোটের জেলা কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ জনের নাম উল্লেখ ক‌রে ১০/১২ জন‌কে আসামি করে ভেড়ামারা থানায় মামলা ক‌রে‌ন। পুলিশ প্রধান আসামি শোভনসহ এজাহারভুক্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ভেড়ামারা মানববন্ধন স্বেচ্ছাসেবক লীগ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর