Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী নির্বাচন বর্জন করলে খাদে পড়বে বিএনপি: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৩ ১৬:৫২

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আজ খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এখন শুধু খাদের মধ্যে পড়ে যাওয়াটা বাকি আছে। আগামী নির্বাচন বর্জন করলে তারা খাদের মধ্যে পড়ে যাবে।’

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে গেছে। এটি সমগ্র বিশ্ব কর্তৃক প্রশংসিত হচ্ছে। আমরা গত পরশুদিন ভারত সফর করে এসেছি। ভারতে যাদের সঙ্গে আলাপ হয়েছে তারাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন ভবিষ্যতেও যেন এই অগ্রযাত্রা অব্যাহত থাকে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যেন বজায় থাকে। কিন্তু এই স্থিতিশীলতা নষ্ট করার জন্য আজ বিএনপি এবং তার মিত্ররা উঠেপড়ে লেগেছে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আজকে নাকি বিএনপির গণমিছিল। গণমিছিল থেকে যদি মানুষের ওপর হামলা হয়। গণমিছিল থেকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হয়। গণমিছিল থেকে যদি মানুষের সহায়-সম্পত্তি নষ্ট করা হয়, তাহলে আমরা ছেড়ে দেব না। আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’

তিনি আরও বলেন, ‘বিএনপি গত কয়েক বছর ধরে বিদেশিদের কাছে বারবার গিয়ে অনেক অনুনয়-বিনয় করেছে। শেষে দেখতে পেল তাদের দাবি করা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিদেশিরা কোনো সমর্থন জানালো না, তারা যেভাবে চেয়েছিল কোনো কিছুই সেভাবে হচ্ছে না। এখন তারা নিচু স্বরে কথা বলা শুরু করেছে। তারা বলছে, ভারত কী বলল তাতে কিছু আসে যায় না, যুক্তরাষ্ট্র কী বলল তাতেও কিছু আসে যায় না।’

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জায়া প্রথমে ভারত সফর করেছেন, তারপর বাংলাদেশে সফর আসেন। বিএনপি আশা করেছিল তাদের দাবির বিষয়ে উজরা জায়া কিছু একটা বলবে, কিন্তু কিছুই বলেনি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছিল তারাও কিছু বলেনি। অর্থাৎ তারা বুঝতে পেরেছে বিদেশিদের পেছনে ছুটে কিছু লাভ নেই।’

জ্বালাও, পোড়াও করে কোন লাভ নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এই দেশ বাংলাদেশের মানুষের। এই দেশ অন্য কারও নয়; যদি কারও কাছে যেতে হয় তাহলে জনগণের কাছে যেতে হবে। বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই। এই যে আপনাদের (বিএনপি) অপরাজনীতি; এটা বন্ধ হওয়া দরকার। আর জ্বালাও, পোড়াও করে কোন লাভ নেই, লাভ হবেও না।

তারেক রহমান বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিকে তারেক রহমান এখন তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারেক রহমান যতদিন পর্যন্ত নির্বাচন করতে না পারবে, ততদিন বিএনপি করলে কেউ মেম্বারি ইলেকশনও করতে পারবে না। এই হচ্ছে এখন বিএনপির অবস্থা।’

বিএনপিকে গণতন্ত্রের পথে ফিরে আসার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি বুঝতে পারবে যে, বিএনপি বর্জন করলেও বিএনপি নেতারা বর্জন করে নাই, করবে না। সুতরাং বিএনপিকে অনুরোধ জানাবো গণতন্ত্রের পথে হাঁটার জন্য। গণতন্ত্রের পথে হাঁটলে তাদের লাভ হবে। আর বিএনপির সিনিয়র নেতাদের আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের ওপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আর কতদিন অনুসরণ করবেন? সেটি অনুসরণ করতে গিয়ে আপনাদের দল আজ খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এখন খাদের মধ্যে পড়ে যাওয়াটা বাকি আছে। আগামী নির্বাচন বর্জন করলে খাদের মধ্যে পড়ে যাবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতিমণ্ডলীর সদস্য আসরারুল হাসান আসুর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/এনএস

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর