Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৮ মামলায় আগাম জামিন চেয়েছেন বেসিকের সাবেক চেয়ারম্যান বাচ্চু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৩ ২১:৫৯ | আপডেট: ৯ আগস্ট ২০২৩ ২২:০০

ঢাকা: বেসিক ব্যাংক কেলেঙ্কারির ৫৮ মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু।

বুধবার (৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই জামিন আবেদন করা হয়েছে। বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তিনি বলেন, সুপ্রিম কোর্টে দুদকের মামলা পরিচালনার জন্য নিয়োজিত সমন্বয়কারী আমাকে জানিয়েছেন ৫৮টি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন আবদুল হাই বাচ্চু। তবে এ বিষয়ে এখনো আমার হাতে কোনো কাগজপত্র পৌঁছেনি।

জানা গেছে, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৩ আগস্ট বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ২০ মামলায় চার ব্যাংকারকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে আসামিদের অধস্তন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন। আর দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে, গতকাল চার আসামি আগাম জামিন চেয়ে আবেদন করেন। আগাম জামিন আবেদনকারী চার কর্মকর্তার মধ্যে হেড অফিসের এজিএম সাদিয়া আক্তার শাহীন ২০ মামলায় ও মো. জালাল উদ্দিন ১৮ মামলায়, গুলশান শাখার এজিএম রুমানা আহাদ ১৩ মামলায় এবং মতিঝিল লোকাল অফিসের এজিএম এ এস এম আনিসুর রহমান ১৮ মামলায় জামিন চেয়েছিলেন।

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ৫৯ মামলায় ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি ছাড়া বাকি ৫৮ মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে। ১২ জুন সাংবাদিকদের ব্রিফ করে দুদক সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ওই দিন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দুদক সচিব মাহবুব হোসেন জানান, বেসিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানসহ ৪৬ কর্মকর্তা এবং বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের মালিকসহ এজাহারনামীয় এবং তদন্তে নাম আসা আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন।

তারা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে অন্যায়ভাবে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করে ভুয়া মর্টগেজ, মর্টগেজের অতিমূল্যায়ন এবং মর্টগেজ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচার করেন।

এসব ঘটনায় দুদকের পাঁচ তদন্তকারী কর্মকর্তা মোট ৫৯টি মামলা করেন। এর মধ্যে দুদকের উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম ছয়টি, মোহাম্মদ ইব্রাহিম ১৫টি, মো. মোনায়েম হোসেন ১৭টি, মোহাম্মদ সিরাজুল হক তিনটি ও মো. গুলশান আনোয়ার প্রধান ১৮টি মামলার তদন্ত করেছেন। তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গ্রহণ করে কমিশন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

আবদুল হাই বাচ্চু টপ নিউজ বেসিক ব্যাংক

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর