আল কায়দার হাত থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা
৯ আগস্ট ২০২৩ ২১:৪১ | আপডেট: ৯ আগস্ট ২০২৩ ২২:৪১
ঢাকা: ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা লে. কর্নেল (অব.) সুফিউল আনামকে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে। ১৮ মাস আগে ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত হন তিনি। এনএসআই’র মাধ্যমে উদ্ধার এই সাবেক সেনা কর্মকর্তা শারীরিকভাবে সুস্থ্য রয়েছেন।
বুধবার (৯ আগস্ট) বিকেল ৫টায় তাকে দেশে আনা হয়েছে এবং তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘে কর্মরত লে. কর্নেল (অব.) সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যরা অপহরণ করে এবং তার মুক্তিপণ বাবদ ৩ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে।
এ বিষয়ে এনএসআই পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল মাবুদ বলেন, ‘এটা চ্যালেঞ্জিং ছিল। প্রধানমন্ত্রী আস্থা রেখেছিলেন। দীর্ঘ প্রক্রিয়া ছিল। দেড় বছরের চেষ্টায় এই সফলতা। ৩০ লাখ মার্কিন ডলার চেয়েছিল। কিন্তু তাকে মুক্ত করতে কোনো টাকা-পয়সা দিতে হয়নি।’
সুফিউল আনাম দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আমি ভেবেছিলাম সবাই আমাকে ভুলে গেছে। ১ বছর ৬ মাস পূরণ হবে কাল। পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময় আমাকে অপহরণ করা হয়। অবর্ণনীয় দিন কেটেছে। প্রতিটি দিনেই ছিল মৃত্যুর ভয়। পরে চার সহযোগীসহ উদ্ধার হই। বাকি চার জন ইয়েমেনি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এনএসআই’র দেখা পাবার পর মনে হলো আমাকে ভোলেননি তারা। তাদের এই দায়িত্বপূর্ণতা ভুলব না।’
তিনি বলেন, ‘অপহরণের বিষয়টি ভাষায় বর্ণনা করা যায় না। সিনেমায় দেখা যায়। ফেরার পথে অস্ত্রের মুখে অপহরণ। ভাগ্য ভালো নির্যাতন করেনি। পাহাড়ে রেখেছে, মরুভূমিতে রেখেছে। ১৮ বার মুভ করে রাখা হয়েছে। তাদের টাকা শেষ হলে চাপে ছিলাম। জাতিসংঘে কাজ করি বলি টার্গেট করেছিল বলে মনে হয়। তারা ভিডিও করেছিল তাদের দাবি-দাওয়া নিয়ে। নিরাপত্তার স্বার্থে কিছু বলতে চাচ্ছি না। পরিবারের সঙ্গে কথা হয়েছে।’ সাবেক এই সেনা কর্মকর্তা দেশের প্রয়োজনে চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত বলে জানান।
সারাবাংলা/ইউজে/পিটিএম