Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৩ ১৫:১১ | আপডেট: ৯ আগস্ট ২০২৩ ১৫:১৪

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আক্রান্ত ওই যুবকের নাম সৈকত (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা থেকে এসেছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফ এম এ শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যয়ও একজন মারা গেছেন। তিনি ঢাকা ফেরত রোগী ছিলেন। এনিয়ে হাসপাতালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হলো।

হাসপাতাল পরিচালক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। এর মধ্যে স্থানীয় আছেন ৫০ জন। গত ২৪ ঘন্টা নতুন ভর্তি হয়েছে ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন।

বুধবার সকাল পর্যন্ত রামেক হাস্পাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছে ৪৭৩ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে ১৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৯০ জন। মারা গেছে ৩ জন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ ডেঙ্গু মৃত্যু রামেক হাসপাতাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর