Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসিতে আইসিটি পরীক্ষা হবে ৭৫ নম্বরের

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৮:৫৬

ঢাকা: আগামী ১৭ আগস্ট সারাদেশের অনুষ্ঠেয় এইচএসসির আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২৭৫) বিষয়ের পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্নয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান নম্বর বণ্টনে সৃজনশীল (তত্ত্বীয়) অংশে ৫০ নম্বরের পরীক্ষা ২ ঘণ্টা ৩৫ মিনিটে নেওয়া হয়ে থাকে। এর পরিবর্তে সৃজনশীলে ২ ঘণ্টায় ৩০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বহুনির্বাচনী অংশে ২৫ মিনিটে ২৫ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। পরিবর্তিত নম্বর বণ্টনে ২৫ মিনিটে ২০ নম্বরের বহুনির্বানী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৫ নম্বরের যে ব্যবহারিক পরীক্ষা ছিল তা বিদ্যমান রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। তবে কী কারণে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

আইসিটি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়াসহ পরীক্ষা পেছানোর দাবিতে একদল পরীক্ষার্থী গত ৭ ও ৮ আগস্ট রাজধানীর রাজপথে আন্দোলন করে আসছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বেশ কয়েকজনকে আটক করেছে।

সারাবাংলা/ইউজে/একে

আইসিটি পরীক্ষা টপ নিউজ তথ্যপ্রযুক্তি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর