Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গমাতার প্রতিকৃতিতে এলজিআরডি মন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৬:১৩

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৮ আগস্ট) সকালে কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমসহ বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।

সারাবাংলা/আরএফ/এনইউ

এলজিআরডি প্রতিকৃতি বঙ্গমাতা মন্ত্রী শ্রদ্ধা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর