Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী সমিতিতে ভাংচুর: ৪ জনকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ২০:১৬

ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাংচুর ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের ওপর হামলার অভিযোগে মামলায় বিএনপিপন্থি ১৪ আইনজীবীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আইনজীবীকে ছয় সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।

আট সপ্তাহের আগাম জামিন যে ১৪ জন পেয়েছেন তারা হলেন- বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, দলের যুগ্ম মহাসচিব এএম মাহবুব উদ্দিন খোকন, বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মো. সাগর হোসেন, মো. রেজাউল করিম রেজা, মাহবুবুর রহমান খান, মো. রবিউল আলম সৈকত, নজরুল ইসলাম ছোটন, রেদোয়ান আহমেদ রানজিব, মো. মাহমুদ হাসান, মো. কামাল হোসেন, মো. আনিসুর রহমান (রায়হান) ও খালেদ মাহমুদুর রহমান আদনান।

যাদের চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন-নূরে আলম সিদ্দিকী সোহাগ, মোস্তাফিজুর রহমান আহাদ, আ. কাইয়ুম ও উজ্জল হোসেন।

এর আগে গত ৩ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষে ভাঙচুর ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৮ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী সুপাররিনটেনডেন্ট মো. রফিকুল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

এরপর গতকাল রোববার ১৮ আইনজীবীদের পক্ষে জামিন আবেদন করে তা শুনানির জন্য উপস্থাপন করা হয়। পরে আদালত শুনানির জন্য আজ (৭ আগস্ট) দিন ধার্য করেন।

আজ শুনানি শেষে আদালত ১৪ জনকে আট সপ্তাহের আগাম জামিন এবং চার জনকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

টপ নিউজ ভাংচুর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর