‘দণ্ডিত আসামির ইশারায় শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই ওঠে না’
৫ আগস্ট ২০২৩ ২১:৫৪ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ ২২:০২
ঢাকা: বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, শেখ হাসিনা তো বাংলাদেশের ১৭ কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কোনো একজন খুনি পলাতক দণ্ডিত আসামির ইশারায় শেখ হাসিনার পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ ছাত্রলীগ তাদের এই অশুভ ভাবনাকে দুমড়ে মুচড়ে জীবনের তরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিলাষকে চূর্ণবিচূর্ণ করে দেবে।
শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের শুরু থেকে স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতা উত্তর স্বৈরশাসকের বিরুদ্ধে রুখে প্রথম এবং প্রধান শক্তি হলো বাংলাদেশ ছাত্রলীগ জানিয়ে আব্দুর রহমান বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, সাদ্দাম এবং ইনানের নেতৃত্বে ছাত্রলীগ সুসংগঠিত। আগামী দিনে যে রাজনৈতিক চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্পূর্ণভাবে তারা প্রস্তুত থাকবে।’
তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী এবং বাঙালি জাতীয়তাবাদের শক্র সেই রাজনৈতিক একটি অপশক্তি আজকে নতুন করে মাথাচাড়া দিয়েছে। আজকে নতুন করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজকে শেখ হাসিনার অর্জন অগ্রগতিকে এবং তার পথকে রুদ্ধ করে দেওয়ার এক মহাচক্রান্তে তারা লিপ্ত হয়েছে। একটি রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশ কর্মসূচি দিয়ে তারা বলে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। এতোদিন শুনেছি তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এখন শুনি তাদের এক দফা শেখ হাসিনার পদত্যাগ ছাড়া তারা ঘরে উঠবে না।’
বিএনপির পক্ষে ওকালতি করা বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ দেশগুলোর রাষ্ট্রদূতদের প্রতি ইঙ্গিত করে আব্দুর রহমান বলেন, ‘যারা নানা ধরনের দৌঁড়ঝাঁপ করছে তাদের কাছে আমার প্রশ্ন? সেই রাজনৈতিক অপশক্তিটা কি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়? নাকি তাদের মূল লক্ষ্য হলো শেখ হাসিনার পদত্যাগ? আসলে থলের বিড়ালটি সবশেষে বেরিয়ে এসেছে। তাদের লক্ষ্য নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ দেখা নয়,তাদের দেখা হলো শেখ হাসিনার পতন।’
শহিদ শেখ কামালের জন্মদিনের অঙ্গীকারে ছাত্রলীগকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা তো বাংলাদেশের ১৭ কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কোনো একজন খুনি পলাতক দণ্ডিত আসামির ইশারায় শেখ হাসিনার পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ ছাত্রলীগ তার এই অশুভ ভাবনাকে দুমড়ে মুচড়ে এবং জীবনের তরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিলাষকে চূর্ণবিচূর্ণ করে দেবে। সেটিই আমি বিশ্বাস করি।’
‘আগামী নির্বাচনে সারাদেশের ভোট পাগল মানুষ তারা প্রস্তুত হয়ে গেছে। আজ তারা সংবিধান সম্মতভাবেই নির্বাচন চায়। সেই নির্বাচনে প্রতিটি মানুষ যার যার ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, এটিই তাদের আকাঙ্ক্ষা। আমাদের নেত্রী বলেছেন, আজকে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা; এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকারেরই অংশ’ বলে দাবি করেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে যারা অন্তরায় সাজবে, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমাদের স্বপ্নকে নসাৎ করার ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে হাতে হাত ধরে নতুন করে পাঞ্জা ধরে লড়াই করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান আব্দুর রহমান।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ দক্ষিণ ও উত্তর ছাত্রলীগের নেতারা।
সারাবাংলা/এনআর/একে