শেখ হাসিনার নেতৃত্বেই তিস্তার পানি পাবেন, ধৈর্য ধরেন: কাদের
২ আগস্ট ২০২৩ ১৭:০১
ঢাকা: রংপুরবাসীর উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তার পানি পাবেন। যার নেতৃত্বে গঙ্গার পানি পেয়েছেন, তার নেতৃত্বেই তিস্তার পানিও পাবেন। ধৈর্য ধরেন।
বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় তিনি এই আশ্বাস দেন।
বিএনপির এক দফা খাদে পড়ে গেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ওই দলের (বিএনপি) কোমর ভেঙে গেছে। ওই দল আর পারবে না। খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।
বিএনপির নেতা কে? এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা তো ঘোষণা করে দিয়েছি, আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা। আপনাদের (বিএনপি) নেতা কে?
জনসভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে দিলে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং রংপুরবাসী সারাজীবন কৃতজ্ঞ থাকবে।
এর আগে দুপুর ১২টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। পরে ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। সমাবেশের কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে বক্তব্য দেন রংপুর বিভাগের আট জেলার নেতারা।
দুপুর ৩টা ২৫ মিনিটের দিকে জনসভাস্থলে পৌঁছান শেখ হাসিনা। মঞ্চে আসন গ্রহণ করার আগে জনসভাস্থলে উপস্থিত বৃহত্তর রংপুরবাসীর জন্য এক হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মহানগরের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন (বকুল), ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সারাবাংলা/এনআর/এনইউ