Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৬:১৪

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির জনসমাবেশ। সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ জনসমাবেশ শুরু হয়।

ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এ জনসমাবেশ আয়োজন করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

বিএনপির বিগত দিনের সমাবেশগুলোতে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজকের জনসমাবেশের উপস্থিতি সেরকম নয়। বিশাল সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর কোণে গাছের ছায়ায় তৈরি করা অস্থায়ী মঞ্চের সামনে কয়েকহাজার লোক এবং এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা সামান্য কিছু সংখ্যক লোক নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকের জনসমাবেশ। তবে প্রচণ্ড রোদ এবং ভ্যাপসা গরম কিছুটা কমলে পড়ন্ত বেলায় লোকসমাগম বাড়তে পারে মনে করছে সংশ্লিষ্টরা।

এদিকে বিএনপির এই সমাববেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন গেট, মৎসভবন মোড়, টিএসসি এলাকা, দোয়েল চত্বর, শাহবাগ মোড়ের বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রিজন ভ্যান, রায়ট কার, জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

জনসমাবেশ টপ নিউজ বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর