নয়াপল্টনে নয়, বিএনপির জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে
৩১ জুলাই ২০২৩ ০৮:৩৭ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ ০৮:৪৮
ঢাকা: ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে পূর্বঘোষিত জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশের অংশ হিসেবে সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।
যদিও দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় জানানো হয়ছিল সোমবার (৩১ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে এ জনসভা অনুষ্ঠিত হবে।
পরে রাত ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নয়াপল্টনের পরিবর্তে বিএনপির জনসভা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সোমবার বিকেল ৩টায়।
তিনি বলেন, ‘আমরা নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিলাম। পরবর্তীতে আলোচনা সাপেক্ষ সেটি সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
এই জনসমাবেশে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি রাজধানী ঢাকার সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।
সারাবাংলা/এজেড/এমও