‘শনিবারের সংঘর্ষে ৭ গাড়িতে আগুন, ২৪টি ভাংচুর’
৩০ জুলাই ২০২৩ ২০:৫২ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ ২২:৫৩
ঢাকা: রাজধানীতে শনিবার (২৯ জুলাই) পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে সাতটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় ভাংচুর করা হয়েছে ২৪টি গাড়ি।
রোববার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের সভাপতি মসিউর রহমান ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান যৌথভাবে বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০১৪–১৫ সালে বিএনপি–জামায়াত আন্দোলনের নামে সারা দেশে অসংখ্য গাড়ি ভাঙচুর করেছে। এ সময় হত্যা করা হয়েছে অনেক শ্রমিককে। অতীতের মতো অবারও আন্দোলন কর্মসূচির নামে সহিসংতা শুরু করেছে তারা।’
পরিবহন নেতারা এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায়েরও দাবি জানিয়েছেন পরিবহন নেতারা।
অন্যদিকে, ২৯ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেন, যানবাহনে আগুন দিয়েছে সরকারের এজেন্সি। পুলিশের সামনে কিভাবে আগুন দিয়ে পালাতে পারে দুইজন যুবক। আগুন দেওয়ার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।
সারাবাংলা/ইউজে/এনইউ