Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরসা সন্ত্রাসীদের গুলিতে উখিয়ায় রোহিঙ্গা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৩ ১২:০৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১৪:২৮

কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে আরসা সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং-২ ওয়েস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহত মো. সলিম (৪৫) উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের মো. নজির হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, “শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-৫ ব্লকে আরসা’র একদল সন্ত্রাসী মো. সলিমকে গুলি করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

চিকিৎসকরা জানিয়েছেন, সলিমের পায়ে গুলি লেগে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ ধারণা করছে। তারপরও ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

সারাবাংলা/এমও

আরসা সন্ত্রাসী টপ নিউজ রোহিঙ্গা নিহত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর