Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লৌহজংয়ে র‌্যাবের অভিযানে ৩ জঙ্গি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ১৩:৫৫

মুন্সীগঞ্জ: লৌহজং উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩ জঙ্গি আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০। সোমবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার নওপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আমির আনিসুর রহমান, দুই সদস্য সিরাজ ও মাহফুজুর রহমান ওরফে বিজয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানা গেছে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়িতে কিছুদিন ধরে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া জঙ্গি সংগঠনের সদস্যরা অবস্থান করে কার্যক্রম চালাচ্ছিল। রোববার দিবাগত রাত তিনটার দিকে অভিযান শুরু করা হয়। অভিযানে বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদি পুস্তিকা ও নগদ অর্থসহ সংগঠনটির আমির মো.আনিসুর রহমানসহ তার দুই সদস্যকে আটক করা হয়।

বর্তমানে জঙ্গি সংগঠনের সদস্যরা র‍্যাবের হেফাজত রয়েছে।

সারাবাংলা/এমও

জঙ্গি আটক লৌহজং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর