Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে কারখানায় আগুন: কোটি টাকার মালামাল পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ১০:১৭ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১০:১৯

নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ভেতরে থাকা কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে। রোববার (২৩ জুলাই) রাতে পৌঁনে একটায় সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লার তিনটি স্টেশনের ৬টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বেলাল নামে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানায় বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। হঠাৎ বয়লার রুমে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকসহ স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলি উল্লাহ জানান, কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করা হতো। আগুনে শুধু তারই ত্রিশ লাখ টাকার মালামাল পু্ড়ে গেছে। তিনি ছাড়াও আরও আট থেকে দশ জন ব্যবসায়ীর কাপড় ছিল কারখানায়। এতে প্রায় কোটি টাকার কাপড়সহ মেশিনারিজ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে তিনটি স্টেশনে ছয়টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন, তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে।

সারাবাংলা/এমও

ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর