যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, নিহত ১৭
২২ জুলাই ২০২৩ ১২:৩০ | আপডেট: ২২ জুলাই ২০২৩ ১৬:৩২
বরিশাল: ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে শিশুসহ ১৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
বাসটিতে ৫০ থেকে ৬০ জনের মতো যাত্রী ছিল। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে ছত্রকান্দায় এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফিরোজ কুতুবি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
সারাবাংলা/জিএমএস/এনএস