Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বৈষম্য কমলে শিশু শ্রমিক কমবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৩ ২২:৪৮

ফাইল ছবি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দারিদ্র্য নিরসন ও অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা সম্ভব হলে দেশে শিশুশ্রম ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলো কমে আসবে। কেননা যাদের আয় কম তারাইতো তাদের শিশুদের কাজে পাঠিয়ে দেয়। তাই বৈষম্য কমলে শিশু শ্রমিক কমবে। সরকার বৈষম্য কমাতে কাজ করছে।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত জাতীয় শিশু শ্রম জরিপের প্রাথমিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, সাধারণ মানুষ চায় উন্নয়ন। অহেতুক কোনো ঝামেলা চায় না। তারা সুশাসন বোঝে না। তারা চায় রাস্তাঘাট, পাকা পায়খানা, সুপেয় পানির ব্যবস্থা, স্কুল, ওষুধ, খাদ্য ইত্যাদি। সরকার এগুলোর জন্যই কাজ করছে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এখন হাত পাতলেই ঋণ পাওয়া যায়, ডলার পাওয়া যায়। কিন্তু সুদতো দিতে হবে। তাই ভেবে চিন্তে ঋণ নেওয়া হচ্ছে। সেইসঙ্গে নিউডেভেলপমেন্ট ব্যাংকে আমরা যোগ দিচ্ছি। এখন হাত পাতার নতুন জায়গা তৈরি হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ইহছানে এলাহী এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অতিথি হিসাবে ছিলেন বৃটিশ হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার মাট ক্যানেল এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর থমো পুটিনিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন খান।

সারাবাংলা/জেজে/পিটিএম

এম এ মান্নান বৈষম্য শিশু শ্রমিক

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর