বেনাপোলে মেয়র নির্বাচিত হলেন নাসির
১৮ জুলাই ২০২৩ ১০:৫৮ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১১:০০
বেনাপোল: বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রথম দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠিত নির্বাচনে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক পেয়েছেন তিন হাজার ৮২৫ ভোট।
সোমবার (১৭ জুলাই) ভোট গণনা শেষে রির্টানিং অফিসার আনিছুর রহমান বেসরকারি ভাবে এই ফল ঘোষণা করেন।
সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে জুলেখা বেগম আনারস প্রতীক, ২ নম্বর ওয়ার্ডে মর্জিনা মিম চশমা প্রতীক এবং ৩ নম্বর ওয়ার্ডে কামরুন্নাহার আন্না চশমা প্রতীক নির্বাচিত হয়েছেন।
সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ড থেকে সুলতান আহমেদ বাবু উটপাখি, ২ নম্বর ওয়ার্ড থেকে শরিফুল ইসলাম পাঞ্জাবি, ৩ নম্বর ওয়ার্ড থেকে মিজানুর রহমান উটপাখি, ৪ নম্বর ওয়ার্ড থেকে কাজী শাহীনুল ইসলাম ব্রিজ, ৫ নম্বর ওয়ার্ড থেকে আজিম উদ্দীন গাজী পানির বোতল, ৬ নম্বর ওয়ার্ড থেকে আসাদুজ্জামান উটপাখি, ৭ নম্বর ওয়ার্ড থেকে মজনুর রহমান ব্রিজ, ৮ নম্বর ওয়ার্ড থেকে হাসানুজ্জামান তাজিন ব্রিজ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে কামাল হোসেন পাঞ্জাবি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন।
এই প্রথমবার বেনাপোল পৌর নির্বাচনে ইভিএমের মাধ্যমে নতুন অভিজ্ঞতার সঙ্গে সাধারণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন।
সারাবাংলা/ইআ