ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মারা গেছেন ১০৭ জন
১৬ জুলাই ২০২৩ ১২:৪৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৪:৫০
ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬০ হাজার ৬০৪ জন হাজি দেশে ফিরেছেন। আর এবার হজ করতে গিয়ে ১০৭ জন বাংলাদেশি মারা গেছেন।
শনিবার (১৫ জুলাই) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, শনিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৫৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৯টি। এসব ফ্লাইটে মোট ৬০ হাজার ৬০৪ জন হাজি দেশে ফিরেছেন।
এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১০৭ জন বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন সূত্র। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮২ ও নারী ২৫ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৮৭, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সবশেষ শনিবার (১৪ জুলাই) মারা গেছেন ১ জন। মারা যাওয়া হাজির নাম আব্দুস সাত্তার মোল্লা। তার বয়স হয়েছিল ৭০ বছর। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান।
সারাবাংলা/জেআর/এমও