Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সমাবেশের অনুমতি চেয়ে ‘জামায়াতের’ আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৩ ২০:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সমাবেশ করার অনুমতি চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (১৫ জুলাই) দুপুরে মহানগর জামায়াতের ১৩ সদস্যের প্রতিনিধিদল সিএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন। আইনজীবী শামসুল আলম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তবে সিএমপি কমিশনারের সঙ্গে তাদের দেখা হয়নি।

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুণঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই ঐতিহাসিক লালদীঘি ময়দানে এই সমাবেশ করতে চায় দলটি।

সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক সারাবাংলাকে বলেন, ‘সারাদিন আমরা মিটিংয়ে ব্যস্ত ছিলাম। জামায়াত আগামী ২২ জুলাই সমাবেশ করতে সিএমপি কমিশনার বরাবর একটি আবেদনপত্র দিয়েছে বলে শুনেছি। কন্টেন্ট আমি দেখিনি। সম্ভবত লালখানবাজারে তারা সমাবেশ করতে চায়। আমি বিস্তারিত জানি না।’

জানতে চাইলে আইনজীবী শামসুল আলম সারাবাংলাকে বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এবং আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘তাই ১৩ জনের একটি প্রতিনিধি দল সমাবেশ করার আবেদন নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। তাদের একটি কনফারেন্স চলছিল। তাই আমাদের সঙ্গে দেখা করতে পারেনি। পরে আমরা আবেদনপত্রটি রিসিপশনে জমা দিয়ে রিসিভ কপি নিয়ে চলে আসি।’

এদিকে, সিএমপি কমিশনার বরাবর দেওয়া লিখিত আবেদনে বলা হয়, ‘বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ জাতীয় নেতা ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালদীঘি ময়দানে এক সমাবেশের আয়োজন করেছে। উক্ত কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই।’

বিজ্ঞাপন

আবেদনে আরও বলা হয়, ‘ওই কর্মসূচি পালনের সুবিধার্থে ২৪ ঘণ্টা আগে অর্থাৎ ২১ জুলাই সকাল ১০টা থেকে মাইক, স্টেজসহ সার্বিক প্রস্তুতি প্রয়োজন। বিষয়টি আপনার সদয় অবগতি, অনুমতি ও কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

এ সময় প্রতিনিধি দলে ছিলেন- আইনজীবী এহতেশামুল হক, আলমগীর মোহাম্মদ ইউনুস, কবির হোসাইন, জিয়াউল হক জিয়া, আরিফুর রহমান, আফসারুর রশীদ, ফরিদুল আলম, মিনহাজ উদ্দিন, আবুল মোজাফফর, সাদ্দাম হোসেন ও ইসমাঈল গনী।

সারাবাংলা/আইসি/পিটিএম

অনুমতি জামায়াত ইসলামী টপ নিউজ সমাবেশ

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর