Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকর্মীকে খুনের দায়ে যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৩ ২১:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সহকর্মীকে ছুরিকাঘাতে খুনের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (১০ জুলাই) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত মহানগর পিপি কানু রাম শর্মা।

দণ্ডিত মো. কাউছারের বাড়ি (৪২) চাঁদপুর জেলায়। ২০১১ সালে কাউছার নগরীর বন্দরটিলা এলাকায় আকিজ গ্রুপের নেভি সিগারেট পরিবেশক প্রতিষ্ঠানের শিক্ষনবীশ বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৫ অক্টোবর প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মকর্তা বজলুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে কাউছার। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২৬ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে বলা হয়, বজলুর রহমানের ব্যক্তিগত ব্যবহার্য কিছু জিনিস চুরির জন্য দায়ী করায় ক্ষুব্ধ হয়ে কাউছার তাকে হত্যা করে।

আসামি কাউছারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর নয়জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালতের সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

খুন যাবজ্জীবন সহকর্মী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর