সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
১০ জুলাই ২০২৩ ১৯:৪৪ | আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৯:৪৫
১০ জুলাই ২০২৩ ১৯:৪৪ | আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৯:৪৫
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান ও পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল।
শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন জানান, মোটরসাইকেল যোগে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ধাক্কা দেয়। পরে হাইওয়ে পুলিশ
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
দুর্ঘটনার পর গাড়ি নিয়ে তার চালক পালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সারাবাংলা/একে