Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর হজে গিয়ে ৯৬ বাংলাদেশির মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৩ ১৪:১৭

ঢাকা: চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাওয়া ৯৬ মুসুল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২৪ জন নারী রয়েছেন। সোমবার (১০ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

সেখানে বলা হয়, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মক্কায় ৮০ জন, মদিনায় পাঁচজন, জেদ্দায় একজন, মিনায় সাতজন, আরাফায় দুইজন, মুজদালিফায় একজন বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ রোববার মমতাজ করিম (৫২), মো. নাজমুল আহসান (৬১), আক্তার উদ্দিন আহমেদ (৫৪) সৌদি আরবে মারা গেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ, এ বছর বাংলাদেশ থেকে হজ করতে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন। গত ২৭ জুন পবিত্র হজ পালন শেষে মোট ৮৮ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩ হাজার ৬২৭ হাজি। আগামী ২ অগাস্ট পর্যন্ত হজের ফিরতি যাত্রা চলবে।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ হজ যাত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর