সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৬ জুলাই ২০২৩ ১৯:৩৪
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য একটি নতুন অফিস উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
এটি নির্মাণে ব্যয় হয়েছে ৪৯ কোটি টাকা, দুই বছরে এটির কাজ শেষ হলো। জাতীয় সংসদের ডিজাইনার লুই আই কানের নকশা ঠিক রেখে তৈরি করা হয়েছে কার্যালয়টি সংসদের উত্তর প্লাজায় জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি আর্কাইভ থাকবে।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/একে