Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো বিকাশ অ্যাপেই দেখা যাবে লাইভ কনসার্ট!

সারাবাংলা ডেস্ক
৫ জুলাই ২০২৩ ২১:০৬

ঢাকা: প্রথমবারের মতো বিকাশ অ্যাপেই লাইভ কনসার্ট দেখার সুযোগ পাবেন বিকাশ গ্রাহকরা। কলকাতার অনুপম রায়, তালপাতার সেপাই আর ঢাকার অর্ণব, মেঘদল এবং হাতিরপুল সেশনস এর কনসার্ট “ম্যাজিক্যাল নাইট” লাইভ দেখা যাবে বিকাশ অ্যাপে।

মাত্র ১০ টাকা দিয়ে বিকাশ অ্যাপ থেকেই রেজিস্ট্রেশন করে দেশের যেকোনো প্রান্তে বসে সুরের তালে মেতে উঠতে পারবেন সংগীতপ্রেমীরা। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় “ম্যাজিকাল নাইট” শীর্ষক এই কনসার্টটি অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে।

বিজ্ঞাপন

যারা নানা ব্যস্ততায় বা দূরত্বের কারণে কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারেননি, বা আসন স্বল্পতার কারণে টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের জন্য লাইভ কনসার্ট দেখার এই সুবর্ণ সুযোগ মিলবে বিকাশ অ্যাপে। কেবল সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল আর্থিক লেনদেনের সেরা প্ল্যাটফর্মই নয়, গ্রাহকের প্রতিদিনকার লাইফস্টাইলের অংশ হয়ে ওঠা বিকাশ অ্যাপে প্রথমবারের মতো কোনো লাইভ কনসার্ট সম্প্রচারিত হতে যাচ্ছে।

কনসার্টটি সরাসরি দেখার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং বিকাশ অ্যাপে।

সারাবাংলা/এমও

বিকাশ বিকাশ অ্যাপ লাইভ কনসার্ট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর