Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণ শেষ না হতেই ফের পায়রা বন্দরের সীমানা প্রাচীরে ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ১৭:৪৪ | আপডেট: ১ জুলাই ২০২৩ ১৮:৫২

কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ কাজ শেষ হতে না হতেই ফের ধসে পড়েছে পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যের  দু’টি সীমানা প্রাচীর। গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দরের কোয়ার্টারসংলগ্ন পশ্চিম পাশের ছয়আনি খালের মধ্যে ওই গাইড ওয়াল দু’টি ধসে পড়ে।

এর আগে, গত বৃহস্পতিবার ৩টি গাইড ওয়াল খালের দিকে হেলে পড়ে। বর্তমানে ঝুঁকিতে রয়েছে পুরো প্রায় ৩ হাজার ফুটের গাইড ওয়ালটি। এ বছরের ৩০ জানুয়ারি আরও একটি গাইড ওয়াল হেলে পড়েছিলো।

বিজ্ঞাপন

শনিবার (১ জুলাই) পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি ১১ কোটি টাকা ব্যয়ের এই গাইড ওয়ালের কাজ করছে। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর গতকাল ওই গাইড ওয়ালটি ধসে পড়ে।

তবে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমও

ধস পায়রা বন্দর সীমানা প্রাচীর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর