Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদান থেকে ফিরছেন আরও ১৫৯ বাংলাদেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৩ ১৬:১৮ | আপডেট: ৩০ জুন ২০২৩ ১৯:৩৩

ফাইল ছবি

ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার শেষ ধাপে আরও ১৫৯ জনকে নিরাপদে ঢাকায় আনা হচ্ছে। তাদের প্রথম দলটি শুক্রবার (৩০ জুন) এবং দ্বিতীয় দলটি আগামীকাল শনিবার (১ জুলাই) দেশের উদ্দেশে রওনা হবে।

সুদানে অবস্থিত বাংলাদেশ মিশনে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সুদান থেকে ৮০ জন বাংলাদেশি শুক্রবার দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে। আর দ্বিতীয় ব্যাচে রয়েছেন ৭৯ বাংলাদেশি, যারা শনিবার ঢাকা আসবেন।

এ নিয়ে এ পর্যন্ত যুদ্ধাবস্থার কারণে মে মাসে প্রায় ৮০০ বাংলাদেশিকে নিরাপদে সুদান থেকে সৌদি আরব হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান এ রাষ্ট্রদূত।

সারাবাংলা/জেআর/এনএস

টপ নিউজ বাংলাদেশ সুদান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর