Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৬ অজগর ছানার জন্ম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৩ ১৯:৫৯

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার কৃত্রিম উপায়ে ১৬টি অজগর ছানার জন্ম হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো এ চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে জন্ম নিল অজগর ছানা।

গত ১৯ এপ্রিল হাতে তৈরি ইনকিউবেটরে রাখা ২২টি ডিম ৬০-৬৫ দিনের মধ্যে ফুটে মোট ১৬ টি বাচ্চা জন্ম নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

শুভ সারাবাংলাকে জানান, জন্ম নেওয়া অজগর ছানাগুলো ১৫ দিন পর চামড়া বদল করবে। এরপর ধীরে ধীরে খাবার দেওয়া হবে। এরপর আরও কিছুদিন পর্যবেক্ষণে রেখে সাপের ছানাগুলো জেলা প্রশসাকের অনুমতি নিয়ে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

২০১৯ সালে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের দেওয়া ডিম ইনকিউবেটরে সংরক্ষণ করে অজগর ছানা প্রজনন ‍শুরু হয়। প্রথমবার ২৫টি, ২০২১ সালে ২৮টি এবং ২০২২ সালে ১১ টিসহ মোট ৬৪ টি অজগরের বাচ্চা ফুটানো হয়, যা তিন দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

সারাবাংলা/আরডি/একে

চিড়িয়াখানা সাপের বাচ্চা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর