Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিক্রেতাদের ঠকালে কাঁচা চামড়া রফতানির অনুমতি দেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৩ ১৭:২১ | আপডেট: ২৮ জুন ২০২৩ ১৯:৪৪

রংপুর: ট্যানারি মালিকরা চামড়া বিক্রেতাদের ঠকালে কাঁচা চামড়া রফতানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৮ জুন) বিকেলে রংপুর নগরীর সাগরপাড়স্থ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এতিমখানা, মাদরাসা কর্তৃপক্ষকে চামড়ার ন্যায্যমূল্য পেতে লবণ লাগিয়ে ৭-৮ দিন সংরক্ষণের পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ার ন্যায্যমূল্য পেতে এক সপ্তাহ ঢাকায় চামড়া ঢোকা বন্ধ করা হয়েছে। এতে করে ট্যানারি মালিকরা সুযোগটা নিতে পারবে না।

তিনি বলেন, চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন সকলে একসঙ্গে কাজ করছে।

এছাড়া নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সারাবাংলা/আইই

টপ নিউজ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর