Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের ৫ শতাংশ প্রণোদনার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৩ ২১:৩২

চট্টগ্রাম ব্যুরো: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের সাথে পাঁচ শতাংশ প্রণোদনা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে পাঁচ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় অন্তর্ভুক্ত না করা হলে তা অমানবিক হবে বলে মন্তব্য করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এ সব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, ‘সরকার ঘোষিত সরকারি চাকুরিজীবীদের পাঁচ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভূক্তির বিষয়টি উল্লেখ না থাকায় আমরা উদ্বিগ্ন। এতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি স্পষ্ট করা হলেও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি উহ্য রাখা হয়েছে।’

বাকবিশিসের দুই শীর্ষ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের স্বয়ংক্রিয়ভাবে পাঁচ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় অন্তর্ভুক্ত না করা হলে তা হবে অমানবিক ও অদূরদর্শী সিদ্ধান্ত।’

‘সম্পূর্ণ একই দায়িত্ব পালন করেও নানাভাবে বঞ্চনার শিকার এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এক রকম বিপর্যস্ত।’

একইসঙ্গে শিক্ষক নেতারা বর্তমানে চালু থাকা বার্ষিক প্রবৃদ্ধির মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ আর্থিক প্রণোদনার অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/একে

চবি শিক্ষক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর