Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমা চেয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই সিইসির’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৩ ২২:৫৭ | আপডেট: ২৭ জুন ২০২৩ ১২:২০

ঢাকা: ক্ষমা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। সোমবার (২৬ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার দোষ স্বীকার করে কেবল ক্ষমা প্রার্থনা করলেই হবে না। এ ধরনের দায়সাড়া গোছের ক্ষমা প্রার্থনা করে তিনি ঘটনাকে শেষ করতে চেয়েছেন। তিনি একজন প্রার্থীর মৃত্যু কামনা কীভাবে করলেন? শুধু মৃত্যু কামনা নয়, তিনি ফয়জুল করীমকে হত্যার চেষ্টা করেছেন, যা তার বক্তব্যে ফুটে উঠেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই মিথ্যাবাদী সিইসিসহ পুরো নির্বাচন কমিশন বাতিল করতে হবে। এ ধরনের দলদাস দেশ ও জাতির জন্য ক্ষতিকর। যে দলদাস ক্ষমতাসীন দস্যুদের পক্ষ নিয়ে বিরোধী দলের মেয়র প্রার্থীর মৃত্যু কামনা করেন, সে আর যাই হোক স্বাধীন সার্বভৌম দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ ‘প্রধান নির্বাচন কমিশনার’ হিসেবে থাকার যোগ্যতা রাখেন না।’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হামলার শিকার হন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি কি ইন্তেকাল করেছে?’

এমন বক্তব্যের পর ৫০০ কোটি টাকা ক্ষতিপুরণ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে উকিল নোটিশ দেন ইসলাম আন্দোলননের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদত ফয়জুল করীম। উকিল নোটিশের পর সাংবাদিকদের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন সিইসি।

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমা সিইসি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর