Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেললাইনে হাঁটছিল, শাটল ট্রেনে প্রাণ গেল নারী-শিশুর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৩ ১৮:১০ | আপডেট: ২৫ জুন ২০২৩ ১৯:০১

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অভিমুখী শাটল ট্রেনে কাটা পড়ে এক নারী ও শিশুসহ দু’জন নিহত হয়েছে।

রোববার (২৫ জুন) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন রেল সিগন্যাল সংলগ্ন জলদার পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর এবং শিশুটি ১২ বছর বয়সী। তবে তাদের বিস্তারিত পরিচয় পুলিশ জানতে পারেনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বায়েজিদ বোস্তামি থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় শর্মা সারাবাংলাকে জানান, শাটল ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে ট্রেনটি অক্সিজেন রেল সিগন্যাল অতিক্রম করছিল। বিপরীত দিক থেকে ওই নারী ও শিশুটি বাজার নিয়ে রেললাইন ধরে হেঁটে আসছিল। এ সময় দুর্ঘটনা ঘটে।

‘নারী ও শিশু রেললাইনের ব্রিজের মাঝামাঝিতে ছিলেন। ট্রেন চলে আসায় তাদের আর সামনে পেছনে যাওয়ার উপায় ছিল না। ট্রেনের ধাক্কায় দুইজন ব্রিজের দুই পাশে ছিটকে খালে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, বিকেল সোয়া চারটার দিকে দু’জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/একে

রেল লাইন শাটল ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর