Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৩ ১১:২১ | আপডেট: ২৫ জুন ২০২৩ ১১:২৩

ছবি: সারাবাংলা

মুন্সিগঞ্জ: জেলার শ্রীনগর ও লৌহজং উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘনায় ট্রাকিফ পুলিশের কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। এ দুই ঘটনায় আরও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৫ জুন) ভোর ৫টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে শেখ রাসেল সেনানিবাসের সামনে দোগাছি এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে একটি দুর্ঘটনা ঘটে। এতে একজন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার ভোর ৫ টার দিকে ওই সড়কের শ্রীনগরে শেখ রাসেল সেনানিবাসের সামনে দোগাছি এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছেনে একটি পিকাপ ভ্যান ধাক্কা দিলে ৩ জন গুরুতরসহ ৫জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিক নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কমলেশ বাগচি জানান, আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহত অপর দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, মুন্সিগঞ্জের লৌহজংয়ের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাইক্রোবাস চাপায় ট্রাকিফ পুলিশ কনস্টেবলসহ এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার কাছে পদ্মা সেতু উত্তর থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মোতালেব। তবে নিহত নারীর নাম জানা যায়নি। গুরুতর আহত অপর দুইজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ে হয়েছে রাজধানী ঢাকা থেকে শরীয়তপুরীরের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতির গাড়িটি হঠাৎ সড়কের মোড়ের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ চারজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশ সদস্য মোতালেবের মৃত্যু হয়। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসইটি/এনএস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টপ নিউজ মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর