Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের ২ আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৩ ১২:৪৯ | আপডেট: ২৪ জুন ২০২৩ ১৩:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শনিবার (২৪ জুন) ভোর সোয়া ৫টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কয়েদী মাসুম মতুব্বর (৪২) নামে এক আসামির মৃত্যু হয় এবং সকাল সাড়ে ১০টার দিকে অপর হাজতি রাসেলকে (৩৪) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, হাসাপাতালে কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি মারা গেছেন। মাসুম মাতব্বর হাসপাতালে চিকিৎধীন মারা যান। এবং হাজতি রাসেলকে সকালে অচেতন অবস্থায় কারারক্ষীরা জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালে দায়িত্বরত কারা রক্ষী মো. রোকনুজ্জামান জানান, মাসুম মাতুব্বর কয়েদী হিসেবে ঢাকা কেন্দ্রীয়প কারাগারে বন্দি ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য গত ১৯ জুন তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার ভোরে মারা যান। একইদিন হাজতি রাসেল সকালে কারাগারে অসুস্থ হয়ে পরলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে তিনিও মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত ঠিকানা এবং তার মামলার বিষয়ে কিছু জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/ইআ