Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকা আত্মসাতে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৩ ২৩:২০

ঢাকা: ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্যাশ ইনচার্জ মো. হারুনুর রশিদের (২৯) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী মিয়াবাজার উপশাখার ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

কমিশন সূত্রে জানা যায়, গত ৩১ মে ব্র্যাক ব্যাংকের বাঁশখালীর জলদী মিয়া বাজার উপশাখার সাব ব্রাঞ্চ ইনচার্জ মো. শহিদুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কর্মকর্তা হারুনুর রশিদ ব্যাংক থেকে অবৈধ উপায়ে ১২ লাখ টাকা নিয়ে নিয়েছেন। নানা সময়ে অবৈধভাবে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ধরনের অপরাধ দুদকের তফসিলভুক্ত হওয়ায় থানা পুলিশ বিষয়টি নিয়ে জিডি দায়ের করে দুদককে অবহিত করেন। পরে দুদক ঘটনাটি নিয়ে অনুসন্ধান করে। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় (বুধবার) মামলাটি দায়ের করে কমিশন।

সারাবাংলা/এসজে/এমও

টাকা আত্মসাৎ দুদকের মামলা ব্র্যাক-ব্যাংক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর