ট্রাকের ধাক্কায় চালক নিহত, মোটরসাইকেলে মিলল ফেনসিডিল
২০ জুন ২০২৩ ১১:৩৭ | আপডেট: ২০ জুন ২০২৩ ১৪:৫৬
জয়পুরহাট: জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় আমিরুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থেকে ফেনসিডিল উদ্ধার করেছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২০ জুন) ভোরে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা।
ওসি জানান, আমিরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর থেকে একটি কালো ব্যাগে করে ৩৭ বোতল ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় পাঁচবিবিগামী গরুবোঝায় দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আমিরুল ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় মোটরসাইকেলে থাকা কালো একটি ব্যাগের মধ্যে থেকে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সারাবাংলা/এমও